মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস ও দন্ত চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ উপলক্ষে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গায় ‘আহাদ ডায়াবেটিক এন্ড হেলথ কমপ্লেক্সে’ গতকাল বিনামূল্যে ডায়াবেটিস ও দন্ত চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। যশোর ডায়াবেটিক সমিতি এবং আহাদ ডায়াবেটিক এন্ড হেলথ কমপ্লেক্স যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা ৩ ঘন্টার চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা, শেখ আবু শাহীন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, যশোর ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক এসএম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক তসদিকুর রহমান, সি.ই. ও ডা. মীর ফয়জুল ইসলাম, ডা. কাজী মুস্তাফিজুর রহমান, ডা. প্রদীপ কুমার গাইন, মেডিকেল অফিসার রীতা দাস, ডা. ওয়াহিদা গনি তানিয়া, ডা. তৌহিদুর রহমান, ডেন্টাল সার্জন মতিউর রহমান সোহাগ প্রমুখ। ফ্রি ডায়াবেটিস ও ডেন্টাল ক্যাম্পে যশোর অঞ্চলের ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।