শরণখোলায় করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে কেরালা ফেরত ব্যক্তি আইসোলেশনে

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত ভারতের কেরালা রাজ্য থেকে আসার পর প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। আব্দুল আউয়াল হাওলাদার (৬০) নামের ওই ব্যক্তি জ্বর, গায়ে ও বুকে ব্যথা নিয়ে রবিবার বেলা ১১ টার দিকে শরণখোলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসকরা তার অসুস্থতার বর্ণনা শুনে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। সন্দেহভাজন রোগী ও চিকিৎসক সূত্র জানায়, উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের মৃত আব্দুর রশীদ হাওলাদারের ছেলে আউয়াল ভারতের কেরালা রাজ্যের এন্নাকলম এলাকায় ছেলেদের কাছে দুই মাস আগে বেড়াতে গিয়েছিলেন। গত ১১ মার্চ তিনি যশোরের বেনাপোল চেকপোস্ট পেরিয়ে দেশে প্রবেশ করেন। তিনি ভারতে থাকা অবস্থায়ই জ্বর, কাশি, গায়ে ব্য থায় ভুগছিলেন। দেশে আসার পর গত ১৩ মার্চ বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় ১৫ দিন ধরে অসুস্থ। তাই আশঙ্কা করা হচ্ছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। তার ব্লাড টেস্টের কাজ চলছে। বাকিটা পরে জানা যাবে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া জানান। এ ঘটনায় হাসপাতালের সাধারণ রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক রোগী হাসপাতাল ছেড়েছেন।