রামপালে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের রামপালে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার হুড়কা দক্ষিণপাড়া গ্রামের অরুপ মন্ডল ও স্কুলশিক্ষক নিপুণা মন্ডলের বসত বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্ত অরুপ মন্ডল জানান, তিনি রাতে ঘুমিয়েছিলেন। আগুন লাগার পরে কোনমতে ঘর থেকে তারা জীবন নিয়ে বের হতে পেরেছেন। ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার বলেন, ওই দুই বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। প্রাথমিকভাবে জানা যায়, কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত।