কালিয়ায় মেয়ের জন্মদিনে এতিমদের মাঝে পোশাক ও খাবার বিতরণ

0

নড়াইল অফিস ॥ এতিমদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করে মেয়ের জন্মদিন পালন করলেন আমেরিকা প্রবাসী নড়াইলের কালিয়ার জহিরুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলার পিরোলী গ্রামে নিজ বাড়িতে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করেন জহিরুলের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম। এ সময় কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ.ম,ওয়াহিদুজ্জামান, শ,ম রেজাই রাব্বী কামাল, পিরোলী খানকা শরীফের পীর সাহেব পিরোলী হাবিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক শেখ নজরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক জন্মদিনের কেককাটাসহ অন্যান্য উৎসব বাদ দিয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করা হয়েছে। মোট ২৬জন এতিমকে পায়জামা, পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয়েছে। প্রায় দু শ এতিম, এলাকার অসহায়-গরিবসহ ৪শ জনকে খাবার দেওয়া হয়।