চৌগাছায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী জহুরুল নিহত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুল পাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে। শনিবার দিবাগত রাতে মাকাপুর-বল্লভপুর গ্রামের গাবতলা নামক স্থান থেকে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। থানা পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে ভারত থেকে মাদকের একটি বড় চালান চৌগাছায় প্রবেশ করছে। এমন খবরে গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাকাপুর-বল্লভপুর গাবতলা নামক স্থানে অবস্থান নেন। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় এক শ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল। চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম মারা গেছে। নিহত জহুরুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌগাছাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে জহুরুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।