সরকার করোনা প্রতিরোধে কিংকর্তব্যবিমূঢ় : রবি

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। সরকার করোনা প্রতিরোধে কিংকর্তব্যবিমূঢ়। কী করবে তারা বুঝতে পারছে না। বিএনপি জনগণের দল হিসেবে জনসচেতনতায় লিফলেট বিতরণ করছে। কর্মসূচি দিচ্ছে। আমিও নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করছি। রোববার হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং সেন্টারের সামনে থেকে শুরু করে ১৬ এবং ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ শুরুর আগে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম রবি বলেন, বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমরা নির্বাচনেও আছি, ভোটেও আছি। জনগণের অধিকার রক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ভোটে আছি, থাকবো। জনগণকে আহ্বান জানাব ২১ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। আর ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে আমরা কাজ করছি। তিনি বলেন, ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জনগণকে সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। আমার দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে। জনগণই আমার মূল শক্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে। আমরা করোনায় আতঙ্কিত হতে চাই না। আতঙ্কিত হবো না। সচেতন হবো। এসময় বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, তাবিথ আউয়াল, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সৈকত, নিউমার্কেট থানার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।