যশোর উপশহরে অনৈতিক কাজের দায়ে একজন আটক

0

স্টফি রিপোর্টার ॥ নিজের গাড়ি চালকের স্ত্রীর (২৫) সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় খসরু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। একই সাথে গাড়ি চালকের স্ত্রীকে আটক করা হয়। খসরু যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে। বর্তমানে কিসমত নওয়াপাড়ার ই-ব্লক বজলুর বাড়ির ভাড়াটিয়া। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ জানিয়েছেন, খসরুর দুইটি কাভার্ড ভ্যান আছে। তার একটির চালক থাকেন কিসমত নওয়াপাড়ার ই-ব্লক এলাকার একটি বাড়িতে। চালকের স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন ধরে। আর খসরুর স্ত্রী ও মা ছিলেন তাদের গ্রামের বাড়িতে। ওই বাড়িতে তিনি একা ছিলেন। শনিবার ভোরে ওই গাড়ি চালকের স্ত্রী গোপনে খসরুর বাড়িতে যান। বিষয়টি টের পেয়ে যায় এলাকার লোকজন। পরে তারা ৯৯৯ নম্বরে কল দিলে উপশহর পুলিশ সেখানে গিয়ে দুুুুুুুুুুুুুুুুুুুুইজকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের আদালতে পাঠানো হয়।