অগ্নিঝরা মার্চ

0

মাসুদ রানা বাবু ॥ ১৯৭১ সালের ১৫ মার্চ। এটি ছিল বাঙালীর স্বাধীনতা আন্দোলনের ১৫তম দিন। সেদিন পূর্ব পাকিস্তানের পাশাপাশি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক মহলেও সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয়। ক্ষমতা হস্তান্তর করা না হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলে ওইসব মহল থেকে মন্তব্য করা হয়। ফলে, সেদিন স্বাধীনতার আন্দোলন আরও বেশি জোরালো হয়ে ওঠে। এমন পরিবেশে পূর্ব পাকিস্তানের আন্দোলনকারীরা আরও উৎসাহিত হয়ে ওঠেছিল। পূর্বের ঘোষণা অনুযায়ী গ্রাম ও মহল্লায় শুরু হয় সংগ্রাম পরিষদ গঠন। এদিকে, দেশরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীরা সংশ্লিষ্ট দফতরের নির্দেশ উপেক্ষা করে কর্মবিরতি পালন করেন। অফিস-আদালতে চলে পূর্ণ কর্মবিরতি। এমন এক উত্তাল দিনের বিকেল বেলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রায় সকল জেনারেলকে নিয়ে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। যখন ইয়াহিয়া খান ঢাকার মাটিতে পা রাখেন তখন সামরিক বাহিনীর নয়াবিধি জারির প্রতিবাদে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সমাবেশের ডাক দেয়। সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোন শক্তিই বাঙালীর স্বাধীনতাকে নস্যাৎ করতে পারবে না। তারা সেদিন বলেন, গত ২৩ বছর যারা সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে তাদের সঙ্গে আর কোন আপোষ করা হবে না। চলতে থাকে স্বাধীনতার আন্দোলন। এ আন্দোলন সেদিন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে।