ভ্যান থেকে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে আশরাফ আলী (৩০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফেরার পথে গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আশরাফ আলীর বাড়ি মনিরামপুরের নেহালপুরে। তার পিতার নাম আবু বক্কার। নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানিয়েছেন, আশরাফ আলী একজন প্রতিবন্ধী। গত শুক্রবার সন্ধ্যার দিকে কেশবপুরে আত্মীয় বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথে মনিরামপুর-কেশবপুর সড়কের মাঝে ভ্যানের চাকায় পরণের লুঙ্গি জড়িয়ে গেলে আশরাফ আলী রাস্তার ওপর পড়ে যান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। সন্ধ্যা ৭টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।