বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল যশোর সদর ও কেশবপুর উপজেলা ফাইনালে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো সদর ও কেশবপুর উপজেলা। গতকাল শনিবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের পৃথক দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সদর উপজেলা ও চৌগাছা উপজেলা। এ খেলায় সদর উপজেলা ৭-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে পু®প বৈরাগী খেলায় ৩৮ ও ৭০ মিনিটে এবং স্বাধীন ১১ ও ৬৮ মিনিটে দুটি করে গোল করেন। এছাড়া শাহিন ১৪, উজ্জ্বল ৪০ এবং সুমন ৬১ মিনিটে দলের পক্ষে একটি করে গোল করেন।
অপরদিকে, বিজিত দলের পক্ষে খেলার ৭৯ মিনিটে আব্দুল হাই একমাত্র গোলটি করেন। বিজয়ী দলের পুষ্প বৈরাগী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান নিশান। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় অভয়নগর উপজেলা ও কেশবপুর উপজেলা। খেলাটি গোলশূন্য ড্র’র মধ্য দিয়ে শেষ হওয়ার পর জয়-পরাজয় নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে গোলরক্ষক তরিকুল ইসলামের একক নৈপূণ্যে কেশবপুর ৩-২ গোলে জয়লাভ করে। জয়ের নায়ক তরিকুল ইসলাম এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কারটি তুলে দেন জেলা দলের সাবেক সাবেক ফুটবলার পিয়ারুজ্জামান পিরু। আগামীকাল সোমবার বেলা ৩টায় একই মাঠে সদর ও কেশবপুর উপজেলার মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।