যশোর-৬ উপ-নির্বাচন : নিরাপত্তা চেয়ে প্রার্থী আবুল হোসেন আজাদের থানায় আবেদন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আবুল হোসেন আজাদ শনিবার কেশবপুর থানায় নিজের ও কর্মীদের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। শনিবার দুপুরে দেয়া আবেদনে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার বিকেলে উপজেলার বগা বাজারে পথসভার চেয়ার ভাঙচুর ও হামলা, শহরের কালীবাড়ির সামনে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের ওপর হামলা এবং নির্যাতন, মেহেদী হাসানকে মারপিট, বিভিন্ন হাট বাজারে ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এছাড়া কেশবপুর ৬ নম্বর ইউনিয়নের মহিলা দলনেত্রী শাহানারা খাতুনকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি, হাসানপুর ইউনিযনের আওয়ালগাতি বাজারে ধানের শীষের পথসভা শেষে আওয়ামী লীগ কর্মীরা তাদের নিজেদের চেয়ার ভেঙে থানায় মিথ্যা মামলা দেয়ার চেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘিœত হচ্ছে। তিনি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।