শুদ্ধানন্দ মহাথেরের মরদেহে বিএনপির শ্রদ্ধা

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর সবুজবাগে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহামন্দিরের মহাধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মন্দিরে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মরদেহেরে প্রতি এ শ্রদ্ধা জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। শোক বইতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শুদ্ধানন্দের অবদানের কথা তুলে ধরেন। ১৯৩৩ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় জন্মগ্রহণ করেন শুদ্ধানন্দ মহাথের। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। শুদ্ধানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি ছিলেন। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহাত্মা গান্ধী শান্তি পদক (২০০৭) পান।