করোনায় আক্রান্ত ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা ব্রাজিলিয়ান কর্মকর্তা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর যোগাযোগ বিষয়ক সচিব ফাবিও ওয়াজনগার্টেন। গত সপ্তাহান্তেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে গুঞ্জন ওঠেছে, ওয়াজনগার্টেনের কাছ থেকে ভাইরাসটি ট্রাম্পের শরীরেও ছড়িয়ে থাকতে পারে। কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম জানান, ওয়াজনগার্টেনের সঙ্গে ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স উভয়েই প্রায় কোনধরনের সংস্পর্শেই আসেননি। তাদের ভাইরাসটির জন্য পরীক্ষা করার প্রয়োজন নেই। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, গত সপ্তাহান্তে ফ্লোরিডায় সফর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। সেখানে ট্রাম্পের মার-ই-লাগো রিসোর্টে নিজের সহযোগীদের নিয়ে খাবার খান দুই নেতা। ওই সফরে ট্রাম্প, পেন্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা সঙ্গে সাক্ষাৎ হয় ওয়াজনগার্টেনের।
তার ইন্সটাগ্রাম একাউন্টে সফর নিয়ে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প, পেন্স, বলসোনারো ও অন্যান্যদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র অনুসারে, করোনা ভাইরাস সরাসরি সংস্পর্শ ছাড়াও ছয় ফিট দূরত্বের মধ্যে ছড়াতে পারে। সেক্ষেত্রে ওয়াজনগার্টেনের সান্যিধ্যে থাকা ব্যক্তিদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টও। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে। ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের সুসাস্থ্য নিশ্চিতে সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি এ ঘটনায় খুব একটা চিন্তিত নন। তবে তার দলের দুই সিনেটর নিজে থেকে কোয়ারেন্টিন বেছে নিয়েছেন। তারা ওয়াজনগার্টেনের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়াজনগার্টেন বর্তমানে বাড়িতে কোয়ারেন্টিন অবস্থায় আছেন। তার করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানা যায় তার স্ত্রীর মাধ্যমে। হোয়াটসঅ্যাপে এক গ্রুপে বুধবার তিনি এ কথা জানান।