যশোরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছেলেদের গ্রুপে তুষার ও নম্র মেয়েদের গ্রুপে মাধুর্য চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো অভ্যন্তরীণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জিমনেসিয়ামে প্রাকটিস সেশনের ছেলে ও মেয়ে খেলোয়াড়দের নিয়ে একক দলভিত্তিক তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ ছেলেদের খেলায় তুষার চ্যাম্পিয়ন ও অমিয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। গ্রুপ বি’তে নম্র চ্যাম্পিয়ন এবং রাজিব রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। গ্রুপ সি মেয়েদের খেলায় মাধুর্য চ্যাম্পিয়ন এবং মাহি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক ও যশোর সরকারি এমএম কলেজের শিক্ষক হামিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো।