ইতালিতে কোয়ারেন্টাইন থেকে পালালে হতে পারে ২১ বছরের কারাদণ্ড

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তবে ভাইরাসটি চীনে অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও ইতালিতে মহামারী আকার ধারণ করেছে। গত বুধবার (১১ মার্চ) একদিনেই ইতালিতে ১৯৬ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে ৮২৭ জনে ঠেকেছে। এখন পর্যন্ত ১২ হাজার চারশ ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে দেশে। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে নির্দেশ দিয়েছেন, ওষুধের ফার্মেসি বাদে সবগুলো দোকান, রেস্টুরেন্ট ও অনুষ্ঠানের ভেন্যু বন্ধ করে দিতে।
এছাড়াও ইতালির সরকার করোনাভাইরাস থেকে বাঁচতে একের পর এক পদক্ষেপ অব্যাহত রেখেছে। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় নতুন আরও একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ইতালি। দেশটির সরকারের তরফ থেকে নতুন এক আদেশে বলা হয়েছে, কোয়ারেন্টাইনে থাকা করোনায় আক্রান্ত কোনো রোগী কোয়ারেন্টাইন থেকে বের হওয়ার উদ্যোগ নিলেই তার বিরুদ্ধে ‘বিদ্বেষপ্রসূত হত্যার’ অভিযোগ আনা হবে এবং এজন্য তাকে ২১ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে। খবর অনুযায়ী, ইতালিতে সন্দেহভাজন করোনা আক্রান্ত কোনও রোগীকে বাড়িতে অবস্থান করার নির্দেশ অমান্য করা হলে ২০৬ ইউরো জরিমানা গুনতে হবে। কোয়ারেন্টাইন থেকে কেউ পালিয়ে গেলে এবং তার দ্বারা কেউ সংক্রমিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ডের’ অভিযোগ আনা হবে। এজন্য সর্বোচ্চ ২১ বছর জেল হতে পারে অমান্যকারীর।