ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু দেশের বিরুদ্ধে সৌদি আরবের নিষেধাজ্ঞা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস আতঙ্কে নাগরিক ও বসবাসকারীদের জন্য ভ্রমণে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু দেশের ফ্লাইটও স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ। এতে বলা হয়েছে, যেসব দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে তার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি এবং সোমালিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, জর্ডানের সঙ্গে সব স্থল বন্দর দিয়ে যাত্রী প্রবেশেও স্থগিতাদেশ দিয়েছে সৌদি আরব। তবে বাণিজ্যিক ও কার্গো চলাচল অব্যাহত থাকবে। তবে ফিলিপাইন ও ভারত থেকে স্বাস্থ্য বিষয়ক কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেয়া হয় নি।