আদালত থেকে মামলার নথি চুরির অভিযোগে আইনজীবী সাময়িক বহিষ্কার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় অভিযুক্ত অ্যাড. মিজানুর রহমান বিপ্লবকে সাময়িক বহিস্কার করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার নির্বাহী কমিটির মিটিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী। উল্লেখ্য, গত মঙ্গলবার একটি মাদক মামলার ধার্য্যদিনে আদালত থেকে নথি উধাও হয়ে যায়। পরে আদালতের কর্মচারীরা নিশ্চিত হন যে, মামলার নথি অ্যাড. বিপ্লব নিলেও পরে ফেরত দেননি। এক পর্যায় বিচারকের উপস্থিতিতে বিপ্লবকে হাজির করা হয়। কিন্তু এ সময় তিনি নথি নিয়ে যাবার বিষয় অস্বীকার করেন। এরপর আদালতের প্রবেশ মুখের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নথি নিয়ে যাবার জন্য অ্যাড. বিপ্লবকে শনাক্ত করা হয়। এ বিষয়টি তিনি জানতে পেরে পরে মামলার ওই নথি ফিরিয়ে দিয়ে যান।