যশোরে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার, দুজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোরে একটি প্রাইভেটারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রাইভেটকার থেকে এ সময় দুজন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। মাদকদ্রব্য বহনকারী ওই প্রাইভেটকারে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগানো ছিলো। শহরের জেল রোডস্থ কুইন্স হসপিটালের সামনে অভিযানটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক-সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর ছিলো ঢাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ মাদকদ্রব্য যশোরে নিয়ে আসা হচ্ছে। এ সংবাদের প্রেক্ষিতে দুপুর ১২টার দিকে উপ-পরিচালক মো. বাহাউদ্দিনের নেতৃত্বে তারা একটি টিম নিয়ে শহরের জেল রোডস্থ কুইন্স হসপিটলের সামনে অবস্থান করতে থাকেন। এরই মধ্যে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৭-৬৮৪৮) পূর্ব দিক থেকে কুইন্স হসটপিটালের সামনে এলে তারা সেটি আটক করেন। এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কার্টন বিদেশি মদ ও ২৫ কার্টন বিয়ার উদ্ধার করেন। কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের দামি ১২০ বোতল মদ ও ৬শ’ ক্যান বিয়ার পাওয়া যায়। তিনি বলেন, এসব মাদকদ্রব্য অবৈধ। এর স্বপক্ষে কোন কাগজপত্র পাওয়া যায়নি। যশোরের একটি অবৈধ স্পটে মাদকের ওই চালানটি নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু তার আগেই সোর্স মারফত খবর পেয়ে তারা চালানটি আটক করতে সক্ষম হন। তিনি আরো জানান, প্রাইভেটকার থেকে এ সময় তারা দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এরা হচ্ছেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগএলাসিন গ্রামের আব্দুস সামাদের ছেলে অলি আহমেদ (৩৫) ও মৃত নুরু মিয়ার ছেলে মো. শান্ত (৩৪)। তারা বর্তমানে ঢাকার বাড্ডায় থাকেন বলে জানিয়েছেন। যে প্রাইভেটকারে করে মাদকের চালান নিয়ে আসেন তাতে বেসরকারি টেলিভিশন ৭১ এর স্টিকার লাগানো ছিলো। মূলত মাদকদ্রব্য নির্বিঘেœ নিয়ে আসার জন্য তারা টেলিভিশনের স্টিকার ব্যবহার করেন বলে মনে করা হচ্ছে। কারণ, টেলিভিশনের স্টিকার লাগানো গাড়ি থেকে পথে কোন পুলিশ থামায়নি। এদিকে আটক অলি আহমেদ জানান, সঙ্গী শান্ত তার ভাগ্নে। প্রাইভেটকারটি তাদের বদলি দেয়া হয়। জনপ্রতি ২ হাজার টাকা চুক্তিতে তারা মামাভাগ্নে মাদকের চালানটি ঢাকার গুলশান থেকে যশোরে নিয়ে আসেন। তাদের দায়িত্ব ছিলো যশোর শহরের দড়াটানা ব্রিজ পর্যন্ত গাড়ি নিয়ে আসা। ওই ব্রিজ থেকে যশোরের এক ব্যক্তির মাদকের চালান নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু ব্রিজের কাছে পৌঁছানোর আগেই তারা আটক হয়ে যান। অপরদিকে যশোরে বিদেশি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক হওয়ার খবর জানাজানি হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। মাদকের চালানটি শহরের বিশেষ একটি নিয়ে যাওয়া হচ্ছিলো বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।