মোংলায় দুই পরিবারের ১২ রোহিঙ্গা আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলার দিগরাজ বাজার এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ দুই পরিবারের ১২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারের মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মিয়ানমারের আইক্যাপ প্রদেশের বগমপাড়া সদরের জাবেদ (৩২), নূর বেগম (৩০), রেশমী (১২), ইয়াসিন খাতুন (৮), মো. কাল্লে (৬), ইয়াসমিন (২), ফাতিমা বেগম (৩৩), সৌমিন (১৩), ইয়াসমিন (১১), রশিদ (৮), শফিক (৬) ও রোকসানা (৩)।
আটক রোহিঙ্গারা জানান, গত সোমবার যশোর বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনযোগে খুলনা পৌঁছায়। পরে খুলনা থেকে বাসে মোংলার দিগরাজে অবস্থান নেয় পরিবার দু’টি। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা মোংলা থানা পুলিশকে জানায়। মোংলা থানার এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। মোংলা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, অসাধু দালাল চক্র তাদেরকে বাংলাদেশে পুশ করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কক্সবাজার এলাকায় তাদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।