শহীদ কমরেড রওশন আলীর মৃত্যুবার্ষিকী পালিত

0

বৃহস্পতিবার শহীদ কমরেড রওশন আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, সহকারী প্রধান শিক্ষক জনাব বাকি বিল্লাল, মেজবাহ উদ্দিন প্রমুখ। সভাটি পরিচালনা করেন কামরুল হক লিকু। আলোচকবৃন্দ প্রয়াত শহীদ কমরেড রওশন আলীর শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অসমাপ্ত একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। অপরদিকে করোনা ভাইরাস ও ডেঙ্গু সংক্রমণরোধে জনসচেতনা বৃদ্ধির জন্য ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি।