মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির জেরে মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে রায় দেন। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। ২০১৮ সালের ১৩ আগস্ট এই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়ে রুল দেয় হাইকোর্ট। এরপর জামিনের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ জামিনের এ রায় হলো। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলার মুক্তিযোদ্ধা পরিবারের একজন ব্যক্তি। নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।