পিএসজিকে শেষ আটে নিলেন নেইমার

0

লোকসমাজ ডেস্ক॥ ফাঁকা গ্যালারি। দর্শকদের উচ্ছ্বাস, করতারি, গর্জন- কিছুই নেই। তাতে কী! নেইমার কিন্তু ঠিকই উড়লেন, ওড়ালেন প্যারিস সেন্ত জার্মেইকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পর হুয়ান বের্নাতের গোলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ‍প্যারিসের ক্লাবটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ৩-২ অগ্রগামিতায় ২০১৬ সালের পর প্রথমবার শেষ আট নিশ্চিত করলো তারা। পার্ক ডু প্রিন্সেসের গ্যালারি ছিল ফাঁকা। করোনাভাইরাসের কারণে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হয়েছে পিএসজি-ডর্টমুন্ডের শেষ ষোলোর দ্বিতীয় লেগ। ঘরের মাঠ হয়েও তাই ‘নিরপেক্ষ’ ভেন্যুতে খেলতে হয়েছে পিএসজিকে। দর্শক-সমর্থন না থাকায় জার্মান ক্লাবটির বিপক্ষে খেলাটা আরও কঠিন হয়ে পড়েছিল, কেননা সিগনাল ইডুনা পার্কের প্রথম লেগ তারা হেরেছিল ২-১ ব্যবধানে।
যদিও সমীকরণ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে কোনও অসুবিধাই হয়নি পিএসজির। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কেন নেইমারকে নিয়ে এসেছে পিএসজি, সেটিই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখালেন এই ম্যাচে। ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে তার গোলেই এগিয়ে যায় পিএসজি। ওই গোলেই আসলে মোটামুটি তাদের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ২-২, কিন্তু ডর্টমুন্ডের মাঠে দেওয়া অ্যাওয়ে গোলের সুবিধা ছিল তাদের পক্ষে। তবে হিসাবটা আরও সহজ হয়ে যায় প্রথমার্ধেই, যখন ইনজুরি টাইমের প্রথম মিনিটে জাল খুঁজে পান বের্নাত। ডর্টমুন্ড ম্যাচে তো ফিরতে পারেইনি, উল্টো ৮৯ মিনিটে এমরি ক্যান সরাসরি লাল কার্ড দেখলে শেষ বাঁশি বাজার আগেই আশা শেষ হয়ে যায় সফরকারীদের। তাই প্রথম লেগ জিতেও বিদায় নিতে হয়েছে ডর্টমুন্ডকে। বিপরীতে শেষ ষোলোর চৌকাঠ অবশেষে পেরোতে পারলো পিএসজি। ২০১৬ সাল থেকে এই পর্বে এসেই বারবার আটকে যাচ্ছিল তারা। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে সেই গেরো খুললো তাদের!