জুভেন্টাস ডিফেন্ডার করোনায় আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে ইতালিতে। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি ‘আ’। এরপরও এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেলো না ইতালিয়ান ফুটবল। ইতালি ও জুভেন্টাস ডিফেন্ডার দানিয়েলে রুগানির পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়েছে। অথচ ইতালিয়ান ডিফেন্ডারের কোনোরকম লক্ষণই দেখা যায়নি! দুই দিন আগেও ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসের পাওয়া ২-০ গোলের ম্যাচে বেঞ্চে ছিলেন রুগানি। এখন তাকে রাখা হয়েছে আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।
‘দানিয়েলে রুগানির পরীক্ষায় করোনাভাইরাস-কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তার মধ্যে ভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। জুভেন্টাস ফুটবল ক্লাব সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।’— বিবৃতিতে জানিয়েছে জুভেন্টাস। ২৫ বছর বয়সী ডিফেন্ডারকে তুরিনের ক্লাবটির জার্সিতে নিয়মিত দেখা যায় না। চলতি মৌসুমে খেলেছেন ৭ ম্যাচ। ২০১২ সালে এম্পোলি থেকে ধারে জুভেন্টাসের যুব দলে যোগ দিয়েছিলেন রুগানি। এরপর ২০১৩ সাল থেকে খেলছেন জুভদের মূল দলে। অবশ্য ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ধারে ফিরে গিয়েছিলেন এম্পোলিতে। ২০১৬ সালে ইতালি দলে অভিষেক হওয়ার পর খেলেছেন ৭ ম্যাচ। ভক্ত-সমর্থকদের উৎকণ্ঠা দূর করতে রুগানি টুইটারে লিখেছেন, ‘আপনি খবরটা পড়ে থাকতে পারেন, আর সে কারণেই আমি উৎকণ্ঠায় থাকা সেই সব মানুষকে জানাচ্ছি, আমি ভালো আছি।’