কোয়ারেন্টাইনে রিয়াল মাদ্রিদ, দুই সপ্তাহ স্থগিত লা লিগা

0

লোকসমাজ ডেস্ক॥ ইতালির পর স্পেনের ফুটবলেও করোনাভাইরাসের ধাক্কা লাগলো। সিরি ‘আ’র পর লা লিগাও স্থগিত করা হলো রিয়াল মাদ্রিদ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দেওয়ায়। অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত স্পেনের লিগ। ক্লাবের একজন বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতেই এইবারের বিপক্ষে খেলার কথা ছিল জিনেদিন জিদানের ফুটবলারদের। পরিস্থিতি জটিল হওয়ায় লা লিগা আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা আসে।
করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় স্প্যানিশ ফুটবলের বেশ কয়েকটি সূচিতে এর প্রভাব পড়ে। হয় ম্যাচগুলোর সূচি পুনর্বিন্যস্ত হয়েছে নয়তো রুদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে একটা খবর শুনেছি, রিয়াল মাদ্রিদ কোয়ারেন্টাইনে গেছে এবং অন্য ক্লাবের খেলোয়াড়দেরও একই সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আছে, তাই লা লিগা কভিড-১৯ প্রতিরোধে পরবর্তী পদক্ষেপ নিতে চায়। আমরা স্থগিতের ব্যাপারে একমত, অন্তত পরের দুই সপ্তাহের জন্য। প্রতিযোগিতার আয়োজক হিসেবে আমরা এরই মধ্যে আরএফইএফ (স্প্যানিশ ফুটবল ফেডারেশন), সিএসজি (জাতীয় ক্রীড়া কাউন্সিল) ও ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেছি।’ শুধু সিরি ‘আ’ বা লা লিগাই নয়, করোনাভাইরাসের প্রভাবে ম্যাচ স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। আর্সেনাল ও ম্যানসিটির ম্যাচটি হয়নি ইউরোপা লিগ ম্যাচে অলিম্পিয়াকোসের মালিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়। ইউরোপিয়ান প্রতিযোগিতার ওই ম্যাচে আর্সেনালের বেশ কয়েকজন স্টাফ ও খেলোয়াড়কে প্রতিপক্ষ মালিকের কাছে ঘেঁষতে দেখা গেছে। এছাড়া জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েল রুগানি আক্রান্ত হওয়ার পর ইন্টার মিলান সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। দুই দলের সিরি ‘আ’ ম্যাচের সময় বেঞ্চে ছিলেন জুভ খেলোয়াড়। ইতালিয়ান চ্যাম্পিয়নদের অনেক খেলোয়াড়কেই যেতে হচ্ছে কোয়ারেন্টাইনে।