ভারতের রুটে টিকিটের টাকা ফেরত দেবে বিমান

0

লোকসমাজ ডেস্ক॥ ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমে পাঠানো এ-সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়েছে, ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ থেকে দিল্লি ও কলকাতাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ বাতিল করা হয়েছে। যেসব যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট ক্রয় করেছেন চাইলে রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন। এতে আরও জানানো হয়, রিফান্ড নেয়া ছাড়াও যাত্রীরা চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে। করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় বুধবার এক বিবৃতিতে ভারত সব ধরনের পর্যটন ভিসা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের পর্যটন ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে ভারত। সবমিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৭ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতালি থেকে ভারতে গেছেন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে। তবে কূটনীতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনগুলোর কর্মকর্তারা এ পদক্ষেপের আওতাধীন নন। ভারত জানিয়েছে, আগামী ১৩ মার্চ বিকেল সাড়ে ৫টা (ভারতীয় সময়) থেকে ভিসার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে যেসব দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, ওইসব দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ভারত।