যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তার স্ত্রীকে মারধর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের পুলেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে প্রাইভেটকার আটকে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তার স্ত্রীকে মারধর করেছে স্থানীয় একটি চক্র। প্রাইভেটকার চালক ইসমাইল মোল্লাকেও মারপিট করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু জানান, মঙ্গলবার তিনি সাতক্ষীরা থেকে ব্যক্তিগত প্রাইভেটকারে যশোরে আসছিলেন। ওই গাড়িতে তার স্ত্রী তাসলিমা ও শিশু পুত্র সৈয়দ জুনায়েদ হুসাইন নুর ছিল। আর গাড়ির চালক ছিলেন ইসমাইল মোল্লা। রাত আটটার দিকে যশোর সদর উপজেলার নতুনহাট কলেজের পাশে পৌঁছালে বাম পাশ দিয়ে একটি ট্রাক তাদের গাড়ি ওভারটেক করতে যায়। এ নিয়ে ট্রাকচালক সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের বাবুল হোসেন এবং ছেলে সাম্বুর সাথে তার কথা কাটাকাটি হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে পুলেরহাট বাজারে পৌঁছালে বাবুল ও তার ছেলেসহ ৮/১০ জন এসে তার প্রাইভেটকারের গতিরোধ করে এবং চালক ইসমাইল হোসেনকে মারপিট করতে থাকে। তিনি চালককে রক্ষা করতে গেলে তাকে এবং তার স্ত্রীকেও মারপিট করা হয়। তার স্ত্রীর কাপড় চোপড় টেনে শ্লীলতাহানি ঘটানো হয় এবং এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় তারা। পরে তিনি পুলিশকে সংবাদ দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বাবুল হোসেন ও তার ছেলে সাম্বুসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন আমিনুর রহমান বাবু।