স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

0

লোকসমাজ ডেস্ক॥ কুষ্টিয়ায় দুই বছর আগে এক নারীকে হত্যা মামলায় তার স্বামীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডিত ইটভাটা শ্রমিক দেলোয়ার হোসেন আপন (৩০) সুনামগঞ্জ জেলার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে। কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে আদালত।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৮ মার্চ রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে গৃহবধূ শারমীন আক্তার ভানুকে গলায় ওড়না পেঁচিয়ে এবং শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরে ভানুকে তার ভাই সামছুল আলম মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় সামছুল বাদী হয়ে আপনসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১অগাস্ট পুলিশ আপনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত। রাষ্ট্রপরে আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, আপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভানুর পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। আপন ছিলেন ভানুর দ্বিতীয় স্বামী। ভানুর প্রথম স্বামী স্ত্রীর ‘অনৈতিক সম্পর্কের জেরে উত্তেজিত হয়ে’ স্ত্রীকে হত্যা না করে নিজেই আত্মহত্যা করেছিলেন। ওই একই কারণে আপন নিজেকে হত্যা না করে স্ত্রীকে হত্যা করেছে বলে তদন্তে প্রতীয়মান হয়। ফলে এ হত্যাকাণ্ডের বিষয়টিকে ‘উত্তেজিত নরহত্যা’ বিবেচনায় ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারার অপরাধ হিসেবে আমলে নিয়ে বিচারক এ রায় দেন বলে জানান অনুপ।