মোরেলগঞ্জে সেটেলমেন্ট অফিসারকে জুতাপেটা!

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ স্বামী ও পিতার জমির ওয়ারিশ হিসেবে জমি পেতে সহকারী সেটেলমেন্ট অফিসারকে ঘুষ দেন মোরেলঞ্জের এক মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যারা। চুক্তি অনুযায়ী টাকা দেয়ার পরও জমির পর্চা না দিয়ে ওই সেটেলমেন্ট অফিসার ডেপুটেশনে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় চলে গেছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সহকারী সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস মোরেলগঞ্জ সেটেলমেন্ট অফিসে আসেন। তিনি পেশকার আব্দুল জলিলের রুমে ঢুকে তার চেয়ারে বসেছিলেন। এ সময় মৃত মুক্তিযোদ্ধা তাহের মোস্তানের স্ত্রী ও কন্যারা তার রুমে এসে ঘুষের টাকা ফেরত চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই নারীরা তাকে জুতাপেটা করেন। এ সংবাদ পেয়ে সার্ভেয়ার মনোজ কুমার দত্ত ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও জুতাপেটা করা হয়। পরে উপস্থিত লোকজন ছাড়িয়ে দিলে ওই নারীরা চলে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে সহকারী সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস মোবাইল ফোনে জানান, ‘আমি তরিঘড়ি করে খুলনায় চলে এসেছি। এখান থেকে ফিরে এসে আপনার সাথে কথা বলব।’ তবে সার্ভেয়ার মনোজ কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। বর্তমানে কর্মরত সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি অফিসে এসে ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।’