যশোর শহরে গৃহপরিচারিকাকে বেঁধে রেখে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের হরিনাথ দত্ত লেন নিরালাপট্টির একটি বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহপরিচারিকাকে মুখ বেঁধে রেখে দুর্বৃত্তরা ওই বাড়িতে লুটপাট চালায়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হরিনাথ দত্ত লেন নিরালাপট্টির মরহুম ডা. ইউনুস আলীর ছোট ভাই এমডি ইলিয়াস আলী জানান, তার স্ত্রী মারা গেছেন। তার এক ছেলে এক মেয়ে। ছেলে চিকিৎসক। সন্ত্রীক ঢাকায় থাকে। মেয়ে থাকে কানাডায়। যশোরে বাড়িতে তিনি এবং রজনী বেগম নামে একজন কাজের মহিলা থাকেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়িতে ছিলেন কাজের মহিলা রজনী বেগম। তিনি বের হওয়ার পর সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা ছোরার ভয় দেখিয়ে কাজের মহিলা রজনী বেগমকে একটি ঘরের মধ্যে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে দেয়। পরে তারা তার তালা দিয়ে রাখা ঘরের জানালার রড ভারি কোন কিছু দিয়ে খুলে ফেলে ভেতরে ঢোকে। দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ওয়্যারড্রপের কাপড় চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। ওয়্যারড্রপে বেশ কয়েক হাজার টাকা ছিলো। ওই টাকা নিয়ে গেছে তারা। পরে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে তিনি লুটপাটের বিষয়টি টের পান। গৃহপরিচারিকা রজনী বেগম জানান, দুর্বৃত্তরা ৪ জন ছিলো। গামছা দিয়ে তাদের মুখ বাঁধা ছিল। দুর্বৃত্তদের মধ্যে দুজন ভেতরে ঢোকে, অপর দুজন বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ছোরার ভয় দেখিয়ে তাকে তার ঘরে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। দরজার বাইরে থেকে সিটকানি দিয়ে দেয়। পরে দুর্বৃত্তরা চলে গেলে তিনি কোনরকমে পা খুলে কাঠের দরজায় লাথি দিতে থাকেন তাকে উদ্ধারের জন্য। এ সময় শব্দ শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। এদিকে খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই হারুন অর রশিদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি এমডি ইলিয়াস আলী এবং গৃহপরিচারিকা রজনী বেগমের সাথে কথা বলে লুটপাটের তথ্য নেন।