পাওনা টাকা চাইতে গিয়ে আনসার সদস্য ও স্ত্রী আহত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোরে) ॥ যশোরের অভয়নগরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হাতে বেদম মারপিটের শিকার হয়েছেন আনসার-ভিডিপি সদস্য ও তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার আনসার সদস্য বাদী হয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জনা যায়, অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের রোস্তম আলী শেখ গত তিনবছর আগে জমিজমার কাগজপত্র সংশোধন করে দেয়ার কথা বলে উপজেলার নাউলি গ্রামের বাবর আলীর পুত্র ও সিদ্দিপাশা ইউনিয়ন আনসার-ভিডিপি কমান্ডার আনোয়ার শেখের কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। দীর্ঘ তিন বছরেও কাগজপত্র ঠিক না করে দিয়ে রোস্তম আলী শেখ ছলছাতুরি করে আসছিলেন। গত ৮/৩/২০২০ ইং তারিখে আনোয়ার শেখ ও তার স্ত্রী রোস্তম আলী শেখের বাড়িতে গিয়ে পাওনা টাকা ফেরত চাইলে রোস্তম আলী ও তার ভাই নজরুল ইসলাম শেখ, মোস্তফা শেখসহ আরো কয়েকজন মিলে আনোয়ার শেখ ও তার স্ত্রী মনিরা বেগমকে বেদম মারপিট করে। মারাত্মক জখম অবস্থায় আনোয়ার শেখ ও তার স্ত্রী মনিরা বেগম পার্শ্ববতী ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তিনদিন চিকিৎসাধীন থেকে বুধবার অভয়নগর থানায় উপস্থিত হয়ে আনোয়ার শেখ বাদী হয়ে ৪ চারজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিরা হলেন, উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে রোস্তম শেখ, তার ভাই নজরুল ইসলাম শেখ, ওমাস্তফা শেখ ও রোস্তম শেখের ছেলে মোহাম্মদ শেখ। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোস্তম আলী শেখ ইতোপূর্বে অনেকের কাছ থেকে একইভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীরা।