কলারোয়ায় বয়ষ্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদানে বাছাই

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে বয়ষ্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদানে উন্মুক্ত বাছাই সম্পন্ন হয়েছে। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা তাপস কুমার পাল, সাবের আলী, ইউপি সদস্য জয়দেব সাহা, রওশন আলী, খালিদ হাসার টিটু প্রমুখ।