জো বাইডেনের বড় পুরস্কার

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচনে ফ্রন্টরানার হিসেবে নিজের অবস্থানকে দৃঢ় করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার মিশিগান রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি বিজয়ী হচ্ছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। এই বিজয় হতে যাচ্ছে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এর মধ্য দিয়ে তিনি ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে অনেকটাই পিছনে ফেলে দেবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি লিখেছে, গত সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত সুপার টুয়েসডেতে জো বাইডেন তার বড় বিজয়ের দেখা পান। ফ্রন্টরানার বার্নি স্যান্ডার্সকে পিছনে ফেলে তিনি হয়ে ওঠেন এক নম্বর। এর পরেই মিশিগানে চোখ পড়ে সবার। সেখানকার মুসলিমরা অকাতরে ভোট দিয়েছেন বার্নি স্যান্ডার্সকে।
কিন্তু প্রাথমিক যে ফল পাওয়া যাচ্ছে, তাতে বার্নি স্যান্ডার্সকে অনেক পিছনে ফেলবেন জো বাইডেন। ফলে তাকে স্পর্শ করা এখন অনেকটাই অসম্ভব হয়ে উঠছে বার্নি স্যান্ডার্সের জন্য। প্রাইমারি নির্বাচন শেষে আগামী জুলাইয়ে দলীয় কনভেনশন বসবে।
তার আগে প্রাইমারি নির্বাচনে লড়াই অব্যাহত রাখবেন কিনা বার্নি স্যান্ডার্স, তা স্পষ্ট নয়। ডেমোক্রেটদের পরবর্তী বড় নির্বাচন এক সপ্তাহের মধ্যে হতে যাচ্ছে। তাতে আছে ৫৭৭ টি ডেলিগেট। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় সমর্থন পেতে একজন প্রার্থীকে কমপক্ষে ১৯৯১ জন ডেলিগেট পেতে হয়। মঙ্গলবারের ভোটের আগে জো বাইডেনের ঝোলায় জমা পড়েছে ৬৪৮ জন ডেলিগেট। আর বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৫৬৩ জন।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার মুখোমুখি লড়াই করবেন ডেমোক্রেট দলের প্রার্থী। ডেমোক্রেটদের সেই প্রার্থী কে হবেন তা নির্ধারণ করার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গত ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রাইমারি নির্বাচন। এতে যে প্রার্থী কমপক্ষে ১৯৯১ জন ডেলিগেট পাবেন তিনিই পাবেন দলীয় মনোনয়ন। ডেমোক্রেটদের প্রাইমারি শুরু হয়েছে আইওয়া ককাস থেকে। সেখানে মোটেও ভাল করেননি ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আইওয়াতে চতুর্থ অবস্থানে ছিলেন তিনি। এর পরই নিউ হ্যাম্পশায়ারে তার অবস্থান ছিল ৫ম। কিন্তু তারপরেই তিনি ঘুরে দাঁড়ান সাউথ ক্যারোলাইনায়। সেখানে বিপুল সংখ্যক আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনীর সমর্থন পান তিনি। এরপর ৩রা মার্চ একযোগে সুপার টুয়েসডেতে ভোট হয় ১৪টি রাজ্যে। তার মধ্যে ১০টিতে বিজয়ী হন জো বাইডেন।