করোনা: নিউ ইয়র্কে সেনা মোতায়েনের ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ নিউ ইয়র্কে ‘কন্টেইনমেন্ট জোন’ করতে সেখানে সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে গভর্নর অ্যানড্রু কুমো। প্রথমেই শহরটির উত্তরাঞ্চলে সেনা মেতায়েন করা হবে। নিউ রোচেলে’তে কোয়ারেন্টিনে থাকা লোকজনের কাছে খাদ্য পৌঁছে দেবে ন্যাশনাল গার্ড। ওই এলাকায় এক মাইল বা ১.৬ কিলোমিটার এলাকাকে বাধ্যতামূলকভাবে ‘কন্টেইনমেন্ট জোন’ বা নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা করা হবে। মঙ্গলবার অ্যানড্রু কুমো বলেছেন, যুক্তরাষ্ট্রের এই এলাকায় রয়েছেন সবচেয়ে বেশি করোনা রোগি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৯০০ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে নিউ ইয়র্কে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। তার মধ্যে আবার ১০৮ জন নিউ রোচেলের ওয়েস্টচেস্টার কাউন্টিতে।
সেখানে একটি সিনাগগ এই ভাইরাস ছড়িয়ে পড়ার মূলে বলে মনে করা হচ্ছে। সেখানে যাওয়া আসা করেন এমন প্রায় ১০০০ মানুষকে এখন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাই বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেন অ্যানড্রু কুমো। আক্রান্ত এলাকার স্কুল, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও জনসমাগম দু’সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে।