করোনাভাইরাসের আক্রমণেও দেশ চালায় সিন্ডিকেট : ওয়ার্কার্স পার্টি

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে বিদ্যুৎ, পানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময় রাজধানীর পল্লবীর কালশি বাসস্ট্যান্ড মোড়েও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১১ মাচর্) ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়ের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক। সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত কুমার চৌধুরী, জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, মহানগর সম্পাদক মণ্ডলির সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, অতুলন দাস আলো। তারা বলেন, চাল-ডাল-তেল, পানি-বিদ্যুতের দাম বৃদ্ধি পেলেও দেশ চালায় সিন্ডিকেট। করোনাভাইরাসের আক্রমণেও দেশ চালায় সিন্ডিকেট। তা হলে দেশ সিন্ডিকেট চালায় না সরকার চালায়? করোনাভাইরাসের আক্রমণের সংবাদে মাস্ক, হ্যান্ডওয়াসসহ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে এ সব উপকরণের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। এদিকে কালশি বাসস্ট্যান্ড মোড়ে আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সদস্য রফিকুল ইসলাম সুজন, তাপস কুমার রায়, জামিরুল ইসলাম ডালিম, আবুল কালাম, অ্যাড. সুমাইয়া ইসলাম, কামরুন নাহার, ইসমাইল হোসেন ঠান্ডু, ইয়াতুন নেসা রুমাসহ অন্যান্যরা। সমাবেশে নেতারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণাকে যুক্তিহীন ও এক পেশে বলে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে নেতারা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে শিল্প উৎপাদন, বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।