মহেশপুরে ইয়াবাসহ দু মাদক ব্যবসায়ী আটক

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মহেশপুর থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর ব্রিজের মোড় থেকে কাঞ্চনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন(২৪) এবং একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র দুদু মিয়াকে (২১) ১৯৫ পিস ইয়াবাসহ আটক করে। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।