কেশবপুরে প্রচারণা শুরু বিএনপির

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যশোর- ৬,(কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ এর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে থানা বিএনপি কার্যালয়ের সামনে থেকে কেশবপুর শহরে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ,খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,কেন্দ্রীয় সংসদের সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ,যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম ্আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান তপন,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস,প্রভাষক আলাউদ্দিন আলা , মশিয়ার রহমান , বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম শহীদ, যুবদল নেতা আব্দুল হালিম অটল, জাহাঙ্গীর কবীর মিন্টু, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মজনু হোসাইন, মাসুম বিল্লাল, ফারুক হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
ভোাটারদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দিয়ে আগামী ২৯ মার্চ নির্বাচনে ভোট প্রার্থনাসহ দোয়া চেয়ে গণসংযোগ করেন নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, অবাধ: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পেলে ধানের শীষ প্রতীকের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।