লোহাগড়ার ইতনায় মাদ্রাসা ও এতিম খানায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা শামছুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় পঞ্চম বার্ষিক ক্বিরাত, হামদ-নাত ও আসমাউল হুসনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ছাত্র জমিয়তের উদ্যোগে এ প্রতিযোগতিায় উপজেলার ৯ টি মাদ্রাসার ১০৮ জন শিক্ষার্থী অংশ নেয়। মাদ্রাসা চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ ইউসুফ মোল্যা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান সরদার, মুফতি হুসাইন আহম্মেদ, মোল্লা বদির উদ্দিন,লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান প্রমুখ।