বিদেশি অতিথিরা আসতে না চাওয়ার পর করোনা স্বীকার: মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আসতে অপারগতা জানানোর পরই সরকার দেশে করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসকাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশি মেহমানরা যখন আসতে অপারগতা প্রকাশ করছেন, তখন সরকার করোনাভাইরাসের রোগী পাওয়ার কথা স্বীকার করেছে।’ রবিবার রাতে মুজিববর্ষ উদ্যাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের আগামী ১৭ মার্চে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসমাগম হচ্ছে না। বিদেশি অতিথিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশি অতিথি আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকের আসার কথা ছিল। যেহেতু আমরা বর্তমান কর্মসূচিটিকে পুনর্বিন্যাস আকারে করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে।’ এর আগে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।