বাগেরহাটে আজ দিনব্যাপী দুর্যোগ প্রস্তুতি মেলা

0

বাগেরহাট অফিস ॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে বাগেরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুবসংঘের আয়োজনে শাপলা নীড় ও জাইকার সহযোগিতায় দিনব্যাপী শহরের স্বাধীনতা উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চে দুর্যোগ প্রস্তুতির ওপরে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। এদিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে।
সোমবার সকালে বাগেরহাট প্রেস কাবে মেলার প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় জাপান ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তোমোকো উচিয়ামা, জেলা ত্রাণ ও পুনর্বাসক কর্মকর্তা স্বপন কুমার ব্রম্য, জাগ্রত যুবসংঘের প্রকল্প সমন্বয়কারী শেখ নাজমুল হুদা, শাপলা নীড়ের প্রোগ্রাম অফিসার আনিসুজ্জামানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শিক্ষার্থী মারিয়া সুলতানা, মাহমুদা আক্তার, সাগর শেখ। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আমরাই গড়ব নিরাপদ উপকূল’ এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে বাগেরহাটে ’দুর্যোগ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়াও অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে জেলার দুর্যোগ প্রবণ মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন এবং বাগেরহাট জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।