যশোরে ভাড়া নিয়ে তর্কে রিকশাচালককে যাত্রীর ছুরিকাঘাত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভাড়া নিয়ে তর্কের জেরে আব্দুল কাদের (৫০) নামে এক রিকশাচালক যাত্রীর ছুরিকাঘাতে জখম হয়েছেন। সোমবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চীতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সজীব গাজী নামে ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সজীব গাজী শহরের আশ্রম রোডের নুর আলী গাজীর ছেলে।  রিকশাচালক আব্দুল কাদেরের বাড়ি সদর উপজেলার বলরামপুর গ্রামে। ছেলে আব্দুর রহমান জানান, তার বাবা সোমবার সকালে রিকশা চালিয়ে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চিতে যান। দুপুরে সেখানে এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে তার বাবার বচসা হয়। এরই এক পর্যায়ে তার বাবাকে ছুরিকাঘাত করেন ওই যাত্রী। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেই সাথে স্থানীয়রা যাত্রী সজীব গাজীকে আটক করে পুলিশে দেন। তিনি আরও জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবার কোনো উন্নতি হয়নি। ফলে চিকিৎসক তার বাবাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। এ দিকে যশোর কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সজীব গাজী রিকশাচালক আব্দুল কাদেরকে ছুরিকাঘাত করেছে। পরে সজীব গাজীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।