কেরালা, জম্মুতেও করোনা আক্রান্ত শনাক্ত

0

লোকসমাজ ডেস্ক॥ কেরালা ও জম্মুতে আজ সোমবার করোনা রোগি শনাক্ত হয়েছে। জম্মুতে ৬৩ বছর বয়সী এক নারীর দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। অন্যদিকে কেরালায় মাত্র ৩ বছর বয়সী একটি শিশুকে করোনা সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আজ দিল্লি হাইকোর্ট জনস্বার্থে একটি পরামর্শ দিয়েছে। এতে কোর্ট চত্বরে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে জনগণের প্রতি পরামর্শ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, সোমবার যে শিশুটির দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে, সে ইতালি সফর করেছিল। তাকে এরনাকুলাম মেডিকেল কলেজে আলাদা বা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
তার নমুনা আরো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আলপ্পেুজহা’তে অবস্থিত নিভ ল্যাবরেটরিতে। এখন পর্যন্ত ভারতের রাজধানী দিল্লি, জয়পুর, আগ্রা, তেলেঙ্গানা, লাদাখ, তামিলনাড়–তে করোনা সংক্রমণ হয়েছে। লাদাখে আক্রান্ত দু’ব্যক্তি সম্প্রতি ইরান সফর করেছেন। তামিলনাড়–র আক্রান্ত এক ব্যক্তি সফর করেছেন ওমান। তেলেঙ্গানায় যিনি আক্রান্ত হয়েছেন তিনি হায়দারাবাদে গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে ভাল হয়ে উঠছেন। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২।