নতুন সিদ্ধান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নূরজাহান’ অবলম্বনে চ্যানেল আই-এ প্রচারিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নূরজাহান’-এর নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন পুনম হাসান জুঁই। তবে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জুঁই বলেন, সবশেষ আজাদ কালামের ‘টুইন ভিলেজ’ সিরিয়ালে কাজ করেছি। এখন আপাতত সিরিয়াল করতে চাই না। শুধু ওয়েব সিরিজ ও টিভিসিতে কাজ করতে চাই। সম্প্রতি খায়রুল বাশার কাব্যের পরিচালনায় মেয়েদের শাটল ট্রান্সপোর্ট নিয়ে একটি ওভিসিতে কাজ করেছি।