বৈশাখে ছন্দা

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী বৈশাখে আবারো বড় পর্দায় আসছেন ছোট পর্দার অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। নারগিস আক্তারের নির্দেশনায় ‘যৈবতী কন্যার মন’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো রুপালি পর্দায় আসছেন তিনি। এর আগে এ অভিনেত্রীকে দেখা গেছে ‘অর্পিতা’ চলচ্চিত্রে। ছন্দা বলেন, যৈবতী কন্যার মন ছবির প্রচার-প্রচারণা চলছে। আসছে বৈশাখে নির্মাতা এটি মুক্তির পরিকল্পনা করছেন। এটি নাচে গানে ভরপুর কোনো ছবি না। তবে দর্শক এতে সুন্দর একটি গল্প পাবে। এদিকে এ অভিনেত্রী এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
গতকাল তিনি ‘স্বপ্ন, মৃত্যু কিংবা ভালোবাসার গল্প’ শিরোনামের একটি বিশেষ নাটকের দৃশ্যে অংশগ্রহণ করেন। দুইবোনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ হচ্ছে বলে জানান। এটিতে তিনি ছাড়া আরো অভিনয় করছেন মৌটুসী, ইরফান সাজ্জাদ ও শ্যামল জাকারিয়া। ইরাজ আহমেদের রচনায় এটি নির্মাণ করছেন সতীর্থ রহমান। নাটকটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হচ্ছে। এদিকে ছন্দা খুব শিগগিরই শুরু করবেন ‘কাজল রেখা’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে শুটিং। এছাড়া প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত ‘আগুন পাখি’ শিরোনামের আরো একটি ধারাবাহিক। ॥