জমে উঠেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিবার্চন

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ জমে উঠেছে যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন। ভোট পেতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন দু’টি প্যানেলের প্রার্থীরা। দীর্ঘ ১১ বছর পর নির্বাচন হওয়ায় সাধারণ সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিমধ্যে নির্বাচনের জন্য দুটি প্যানেল মাঠে নেমেছে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন সনি-রিপন পরিষদের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আতিকুজ্জামান সনি সভাপতি পদে ও মো. নুরুজ্জামান রিপন সাধারণ সম্পাদক পদে। অপর প্যানালে নেতৃত্ব দিচ্ছেন রবি-আজিম পরিষদের মো. রবিউল ইসলাম রবি সভাপতি পদে ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজিমউদ্দিন সাধারণ সম্পাদক পদে। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সূত্রে জানা গেছে, আগামী ২৮ মার্চ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা মোট ৫৭৬ জন। ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে একশ টাকা রশিদের মাধ্যমে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। ১১ মার্চ জামানতের টাকা জমা দিয়ে অফিস সুপারের কাছে জমা দিতে হবে মনোনয়নপত্র। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ হবে। ১৩ মার্চ শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।