ডুমুরিয়ায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডুমুরিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে চুকনগর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ সালাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি এম হাবিবুর রহমান হবি, শেখ ফরহাদ হোসেন ও আমিনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সরদার দৌলত হোসেন, হাসানুজ্জামান মোড়ল, প্রভাষক আব্দুর রাজ্জাক, শাহিনুর রহমান, রুহুল আমীন বিশ্বাস, কামরুল ইসলাম মোড়ল, তৌফিক হোসেন, তাজানুর রহমান, হাবিবুর রহমান, কামরুল ইসলাম, আফাজ মোল্যা, সিরাজুল ইসলাম, কালাম সরদার, আ. গফুর শেখ, আব্দুল হাই, আমিনুল ইসলাম বুলবুল, ফজলুর রহমান, আ. হাকিম, সাঈদুর রহমান, আশুতোষ, আনোয়ার হোসেন, আবুল কালাম সরদার, আতাউর রহমান, কৃষ্ণ বিশ্বাস, সিরাজুল শেখ, রাসেল ফকির, আব্দুল কাদের প্রমুখ।