কলকাতায় দুর্ঘটনায় ঝিনাইদহের শিক্ষকের পর আহত স্ত্রীর মৃত্যু

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ভারতের কলকাতায় ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের স্কুলশিক্ষক কবির রানা খবিরের (৫২) মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেলেন তার স্ত্রী শাহারা কবির (৪৫)। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানান তার আত্মীয় আবু সাঈদ। গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার শিয়ালদাহ স্টেশনে ট্রেনের ধাক্কায় ও দম্পতি গুরুতর আহত হন। নিহত শাহারা কবির ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার চর আউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির রানার স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, চিকিৎসার জন্য কবির রানা গত শুক্রবার বাংলাদেশের দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। ওইদিন সন্ধ্যায় শিয়ালদাহ স্টেশনে প্রচন্ড ভীড়ের মধ্যে ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়েন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহারা কবিরও চলন্ত ট্রেন থেকে ঝাপ দিয়ে গুরুতর আহত হন। ট্রেনের ধাক্কায় স্বামী কবির রানা ঘটনাস্থলেই নিহত ও স্ত্রী শাহারা কবির গুরুতর আহত হন। কবির রানার জামাই ইসরাফিল জানান, তার শ^শুর কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ির সাথে শুক্রবার ভারতে যান। এই দম্পত্তির একমাত্র সন্তান ফিরোজ আহম্মেদ সরকারের কাছে তার পিতামাতার মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। চর আউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিহত স্কুলশিক্ষক কবির রানা কিছুদিন পরেই অবসরে যাওয়ার কথা। স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরে শৈলকুপার চর আউশিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের ভাতিজা রবিউল ইসলাম সাবু জানান, সোমবার তার চাচা কবীর রানা’র লাশ ফেরত আসার কথা ছিল। এর মাঝে রোববার দুপুরে তার চাচির মৃত্যুর থবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।