মধ্যপ্রাচ্যে হাই এলার্ট, বাংলাদেশসহ ৭ দেশের নাগরিক কুয়েতে গেলে বাধ্যতামুলক কোয়ারেন্টিন

0

লোকসমাজ ডেস্ক॥ মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস নিয়ে হাই এলার্ট অব্যাহত রয়েছে। অন্যদিকে দেশে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে প্রতিদিনই এ ভাইরাসে মৃতের সারিতে যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। করোনা ভাইরাসে কুয়েতে একজন বয়স্ক নারী মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে একে গুজব বলে উড়িয়ে দিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া, লেবানন এবং মিশর থেকে কোনো নাগরিক কুয়েতে গেলে তাদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে বলেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার সংবাদ সম্মেলন করেছে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়। তাতে সেদেশে করোনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।
এতে জানানো হয়, ২৬ জন হোটেল ভিজিটরকে, ৫৬ জন অ্যাথলেটকে এবং হোটেলের ২৩৬ জন স্টাফকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কমপক্ষে ৬২০টি স্কুল এবং ৬০০০ বাসকে নির্জীবকরণ করা হয়েছে। সব রকম আন্তর্জাতিক সম্মেলন ও ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।