ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে হবে : মঞ্জু

0

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আগামী ২৯ মার্চ বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে। আজ গণতন্ত্রের মা খালেদা জিয়াকে এ সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে কারাবন্দি করে রেখেছে। সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে ধানের শীষের বিজয় নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে নেতাকর্মীদের তৎপর থাকতে হবে।
গতকাল রোববার সকালে কেশবপুর থানা বিএনপি আয়োজিত উপনির্বাচন উপলক্ষে দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, অ্যাডভোকেট নুরুজ্জামান তপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, প্রভাষক আলাউদ্দিন আলা, মশিয়ার রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, সৈয়দ আবু জাফর লাবলু, মাহাবুর রহমান মল্লিক, গোলাম মোস্তফা বাবু প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলকে বেগবান করতে প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ থেকে কেশবপুরের মাটি ধানের শীষের ঘাঁটি প্রমাণিত করতে সকলকে নির্বাচনে ঝাপিয়ে পড়তে হবে। জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে দেশমাতার মুক্তির লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। অধ্যাপক নার্গিস বেগম বলেন, কেশবপুরে সকল ইউনিটকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে গ্রামেগঞ্জে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। তৃণমূলের সবাইকে সাহস যোগাতে হবে। সমাবেশ শেষে দক্ষিণবঙ্গের লৌহমানব বিএনপির প্রাণপুরুষ সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবুর মৃত্যুতে দোয়া কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।