করোনা আতঙ্কে জীবাণুমুক্ত করতে গিয়ে টাকার বান্ডিল ওভেনে!

0

লোকসমাজ ডেস্ক ॥ টাকার নোট থেকে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে এমন আতঙ্কে এক চীনা নারীর কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। নিউজ এইটিন জানায়, নোটের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেই জন্য ওই নারী নোট জীবাণুমুক্ত করার উদ্যোগ নেন। মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেন নোটগুলো তিনি। এই কাজ করতে গিয়ে পুড়িয়ে ফেলেন ৩০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ হাজার টাকার বেশি। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ওই নারী নাম আন্ট লি। চীনের জিয়াংশু প্রদেশের বাসিন্দা তিনি। ব্যাংক থেকে নোটগুলো তুলে এনে জীবাণুমুক্ত করতে যান আন্ট লি। টাকাগুলো মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেন তিনি। এতে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায় নোটগুলো।