ইদলিবে শান্তিচুক্তি লঙ্ঘিত হয়নি: তুরস্ক

0

লোকসমাজ ডেস্ক॥ শান্তিচুক্তি স্বাক্ষরের পর ইদলিবে এখন পর্যন্ত এর কোনো লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া ও তুরস্ক গত বৃহস্পতিবার ইদলিবে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। প্রায় ৬ ঘন্টা আলোচনা শেষে উভয় পক্ষ হামলা থামাতে সম্মত হয়। এ নিয়ে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার জানান, আমরা আমাদের সকল পক্ষকে বলেছি কোনো ধরণের হামলা পরিচালনা না করতে। এরপর থেকে আর কোনো হামলা করা হয়নি তুরস্কের পক্ষ থেকে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আঙ্কারা নিজের প্রতিরক্ষার অধিকার রাখে। যদি প্রতিপক্ষ হামলা চালায় তাহলে আঙ্কারা জবাব দেবে।
মস্কোতে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাতে এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার তুর্কি সমকক্ষ রিসেফ তাইয়েফ এরদোগান। উভয় দেশ তুরস্ক সীমান্তে যৌথ টহলের বিষয়েও একমত হয়েছে।
উল্লেখ্য, সিরিয়া যুদ্ধে প্রথম থেকেই দেশটির সরকার বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া ও ইরান। তবে দেশদুটি ২০১৫ সালে আসাদের পক্ষে যুদ্ধ করতে সিরিয়া প্রবেশ করে। এরপর ইদলিব ছাড়া সমগ্র সিরিয়া আসাদের নিয়ন্ত্রণে চলে আসে। ইদলিবে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে। সেটি দখলে সিরিয়ার পক্ষ থেকে হামলা চালানো হলে মুখোমুখি অবস্থায় পরে যায় রাশিয়া ও তুরস্ক। এমন পরিস্থিতিতে বড় সংঘাত এড়াতে উভয় পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হল।